রাজশাহী রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

রাজশাহীতে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন


প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২২ ০১:৪৮

আপডেট:
৫ মে ২০২৪ ১৯:১২

ছবি: সাজাপ্রাপ্ত আসামীরা

নিজের বোনের মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় নিহত নাজমুল হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৪ জানুয়ারি রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নাজমুল হোসেন তার নবম শ্রেণি পড়ুয়া ভাগ্নিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানালে আসামিরা সংঘবদ্ধভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে তাকে। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শেষে পুলিশ ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে।

বিচার শেষে মিন্টু, রানা, পানা, আরিফ, শরিফ ও ভোলার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

১৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়। বাকি ৪ আসামি পূর্ণবয়স্ক না হওয়ায় তাদের বিচারের ভার শিশু আদালতে দেওয়া হয়।

 

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top