গোপনে হাইকোর্টে হিরো আলম
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইউটিউবে আলোচিত সমালোচিত বগুড়ার আশরাফুল আলম ওরফে হিরো আলম পারিবারিক একটি ঝামেলায় গোপনে হাইকোর্টে এসেছিলেন। তার পরিচয় লুকাতে মাস্কও পরে ছিলেন।
রোববার (৬ বিকেল) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে হাইকোর্ট প্রাঙ্গণে দেখা হয় হিরো আলমের।
সাংবাদিক পরিচয় জানতেই চমকে উঠেন তিনি। কি কারণে হাইকোর্টে এসেছেন এ প্রশ্নের জবাব দিতে সংকোচ বোধ করছিলেন। পরে হিরো আলম বলেন, পারিবারিক একটা ঝামেলার কারণে আইনি পরামর্শ নিতে এসেছি।
সাংবাদিকদের জানান, তিনি একটা মেয়ের উপকার করার জন্য হাইকোর্টে এসেছেন। একটা মেয়ে আত্মীয়ের উপকারের জন্য আইনি পরামর্শ নিতে আইনজীবীর কাছে এসেছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, মানুষের জীবনে একবার ভাইরাল হওয়ার শখ থাকে। আমি তো প্রতিমাসে ভাইরাল হই। এ সময় হিরো আলমের সঙ্গীরা তাকে সাক্ষাৎকার দিতে বারণ করেন। এরপর দ্রুত সটকে পড়েন হিরো আলম। তার সার্বিক আচরন দেখে মনে হয়েছে তিনি আইনি ঝামেলায় পড়েছেন।
আরপি/এসআর-০৩
আপনার মূল্যবান মতামত দিন: