রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


দেশের সব নিম্ন আদালতে নতুন সময়ে বিচারকার্য


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২২ ০৬:১১

আপডেট:
২৪ আগস্ট ২০২২ ০৬:১৪

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট ছাড়াও দেশের সব নিম্ন আদালতে বিচারকাজ পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে নতুন এই সময়সূচি অনুযায়ী বিচারকার্য পরিচালিত হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুল কোর্টসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এক ঘণ্টা বিরতি রেখে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পৌনে ৩টা পর্যন্ত বিচারকাজ চলবে। এছাড়া দেশের নিম্ন আদালতে সকাল সাড়ে ৮টায় বিচারকাজ শুরু হবে। যা বিকেল পৌনে ৩টা পর্যন্ত চলবে। তবে মাঝে এক ঘণ্টার বিরতি থাকবে।

এর আগে মঙ্গলবার সকালে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছিল সুপ্রিম কোর্ট। এরই ধারাবাহিকতায় সর্বোচ্চ আদালতটি ছাড়াও দেশের সব নিম্ন আদালতে বিচারকাজ পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হলো। 

RP/ SAD -13


বিষয়: আদালত


আপনার মূল্যবান মতামত দিন:

Top