রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


জামিনে মুক্ত হলেন ইভ্যালি চেয়ারম্যান শামীমা নাসরীন


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২২ ১৪:৪৫

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২১:২৩

ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন। বুধবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন জানান, আদালত থেকে মুক্তির আদেশ কারাগারে পৌঁছালে কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

আরিফ বাকের নামে এক গ্রাহকের দায়ের করা মামলায় গত বছরের ১৬ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসা থেকে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়। ২১ সেপ্টেম্বর থেকে এ কারাগারে বন্দি ছিলেন তিনি।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top