রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার চিন্তা করছে রাবি


প্রকাশিত:
২৫ জুলাই ২০২২ ২২:০৬

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৯:৫৬

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ বা বিভাগীয় শহরে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে।সোমবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-এ-খোদা একাডেমিক ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার এ কথা বলেন।

আরও পড়ুন: আরএমপি’র অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ৩৩

উপাচার্য বলেন, আমরা পরীক্ষার কেন্দ্র বিকেন্দ্রীকরণও করতে পারি। আমরা এটা নিয়ে চিন্তাভাবনা করছি। এটা আমার একক সিদ্ধান্ত নয়। আমরা চেষ্টা করব। তবে এখনই নিশ্চিত করা যাচ্ছে না। এটা এখন পর্যন্ত আমার একক চিন্তা-ভাবনা। যেহেতু আরেকটা ব্যাচ নভেম্বর নাগাদ এইচএসসি পরীক্ষা দেবে, তাই আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, শিক্ষক সমিতি, অন্যান্য নির্বাহী বডিগুলোর সঙ্গে আলোচনা শুরু করব।

আরও পড়ুন: বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বিক্ষোভ ও অবাঞ্চিত ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। দিনব্যাপী চার শিফটের মধ্যে সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটে ‘সি’ ইউনিটের অন্তত ১৮ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিয়েছে। এই ইউনিটে ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে।

আরও পড়ুন: ফুলগাছে কেড়ে নিলো শিশুর প্রাণ

সি ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে।

আরও পড়ুন: করোনা সংক্রমণ-উপসর্গে রামেক হাসপাতালে ২ জনের মৃত্যু

এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

 

আরপি/এমএএইচ-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top