রাজশাহী কলেজ ফুটবল টূর্ণামেন্টে জয়ী ভূগোল বিভাগ
রাজশাহী কলেজের ২৬টি বিভাগের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ। ডিগ্রী পাস কোর্স এবং ভূগোল বিভাগের মধ্যে অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে নাটকীয় জয় পেয়েছে ভূগোল বিভাগ।
শনিবার বেলা সাড়ে দশটায় শুরু হওয়া ৬০ মিনিটের খেলায় দ্বিতীয়ার্ধের শুরুতে তিন মিনিটের মাথায় গোল করে ভূগোল বিভাগ। খেলার শেষ পর্যন্ত ডিগ্রী পাস কোর্স গোল করে সমতায় না আসতে পারায় চ্যাম্পিয়ন ট্রফি চলে যায় ভূগোল বিভাগের হাতে।
বিজিতদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক, গণিত বিভাগের প্রধান প্রফেসর. সিরাজুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাজনীন সুলতানাসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার সৌভাগ্য অর্জন করেন ভূগোল বিভাগের ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার রনি হোসেন এবং খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট হয় গণিত বিভাগের মিজানুর রহমান।
আরপি/এমএইচ
বিষয়: রাজশাহী কলেজ
আপনার মূল্যবান মতামত দিন: