রাজশাহী বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


করোনায় প্রাণ গেল আরেক সাংবাদিকের


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২০ ১৭:০৯

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ১৯:৪১

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরেকজন সাংবাদিক। তার নাম সুকান্ত সেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিরাজগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার ছিলেন।

শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান সুকান্ত। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন সুকান্ত সেন।

তার মরদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সিরাজগঞ্জের মহাশ্মশানে তার মরদেহ সৎকার করা হবে।

সুকান্তের বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, দেশে গত মার্চে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে ফ্রন্টলাইনে থাকা সাংবাদিকদের অনেকেই আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজন সাংবাদিক এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারাও গেছেন। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top