রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


সিরাজগঞ্জে বিদেশ ফেরত স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০১৯ ০৫:৪৭

আপডেট:
২৪ ডিসেম্বর ২০১৯ ০৮:০৯

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্বামীর লাথিতে খাদিজা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার (২২ ডিসেম্বর) রাতে শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আব্দুল্লাহ শেখ পলাতক রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ।


তিনি বলেন, মৃত খাদিজা খাতুনের স্বামী বিদেশে থাকতেন। তিন-চারদিন আগে দেশে ফিরেছেন স্বামী। দেশে ফেরার পর থেকে স্বামী-স্ত্রী মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে রোববার রাতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে স্ত্রী খাদিজাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারেন স্বামী আব্দুল্লাহ শেখ। এতে জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের লোকজন স্ত্রীকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই খাদিজার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় মৃত গৃহবধূর ভাই হুসাইন শেখ বাদী হয়ে মামলা করেছেন।

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top