রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


বাস-নসিমন মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২২ ০৫:৪০

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৪২

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় বাস-নছিমন মুখোমুখি সংঘর্ষে নছিমনের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে ৫জন।

রোববার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া উপজেলাধীন দবিরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবীর বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী নাশ্যানাল ট্রাভেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী একটি গরুবাহী নছিমনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমনের দুইযাত্রীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে একজন বাসের যাত্রী ও বাকি চারজন নসিমনের ছিলেন জানিয়ে তিনি আরো বলেন, নিহত ও আহতদের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top