দরজা খুলতেই মিলল মা ও দুই ছেলের লাশ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মৌপুর নতুনপাড়া গ্রামের একটি ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ অক্টোবর) বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যে বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে সেখানে শুধু মা আর তার দুই ছেলেই থাকতো। দুপুরের দিকে বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের মধ্যে লাশগুলো পড়ে থাকতে দেখে।
৪-৫ দিন আগে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কয়েকদিন ধরে পড়ে থাকায় লাশগুলো পচে গন্ধ ছড়িয়ে পড়েছে।
ওসি তাজমিলুর আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিআইবির টিমও কাজ করছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তারা মা ও ছেলে বলে নিশ্চিত করেছে এলাকাবাসী।
তাদের হত্যা করা হয়েছে কিনা পুলিশ বা স্থানীয়দের কেউই সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না।
আরপি/ এসএইচ
বিষয়: সিরাজগঞ্জ মরদেহ উদ্ধার পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: