রাজশাহী বিভাগে ইউপি নির্বাচন ভালো হয়েছে
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, দেশের অন্য বিভাগের তুলনায় রাজশাহী বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচন ভালো হয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জে নির্বাচন ভালো হয়েছে। এখানে হতাহতের তেমন অভিযোগ পাওয়া যায়নি। আমরা চাই দেশের প্রত্যেকটি ভোটার তাদের ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এলক্ষে আমি প্রথম থেকে কাজ করছি। আমি নির্বাচন কমিশনের নিয়মের বাইরে কোন কাজ করিনা। কোথাও কোন অভিযোগ থাকলে তা তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া প্রয়োজন।
তিনি সোমবার রাতে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
এসময় রাজশাহী অঞ্চলের নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার আজিজার রহমান উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-১৬
বিষয়: মাহবুব তালুকদার মতবিনিময়
আপনার মূল্যবান মতামত দিন: