সিরাজগঞ্জে কিশোরীকে রাতভর ধর্ষণের অভিযোগ
সিরাজগঞ্জের এনায়েতপুরে কিশোরী তাঁত শ্রমিককে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে নুর মোহাম্মদ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে নির্যাতিতার ভাই মামলা করেন। নুর মোহাম্মদ এনায়েতপুরের এলাকার ভাঙ্গাবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মামলা এজাহার সূত্রে জানা যায়, নুর মোহাম্মদ ওই কিশোরীর ভাইয়ের বন্ধু। তারা একে অপরের পরিচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার শেষে বাড়ির পাশের দোকানে শ্যাম্পু কিনতে যায় ওই কিশোরী। পথে তাঁত শ্রমিক নুর মোহাম্মদ মুখ চেপে ধরে তাকে পাশের শালবনে নিয়ে যান। সেখানে রাতভর ধর্ষণ করে ভোরে রেখে যান। পরে বাড়ি ফিরে কিশোরী পরিবারকে বিষয়টি অবগত করে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিষয়: সিরাজগঞ্জ কিশোরী রাতভর ধর্ষণ অভিযোগ
আপনার মূল্যবান মতামত দিন: