আ’লীগের দু পক্ষের সংঘর্ষে মুজিববর্ষের অনুষ্ঠান পন্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মুজিব বর্ষের অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ইটের আঘাতে প্রকাশ নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। এসময় পুলিশের লাঠিচার্জে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শিবগঞ্জ উপজেলা পরিষদের কাছে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলা চত্বর এলাকায় মুজিববর্ষের অনুষ্ঠান চলাকালে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করলে এক ছাত্রলীগ কর্মী আহত হয়।
পরবর্তীতে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সঠিক সময়ে শিবগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত হওয়ায় শিবগঞ্জের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।
আরপি/এসআর-১৭
বিষয়: সংঘর্ষ চাঁপাইনবাবগঞ্জ
আপনার মূল্যবান মতামত দিন: