রাজশাহী শনিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১


নওগাঁয় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ


প্রকাশিত:
৭ মে ২০২০ ২২:০১

আপডেট:
৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:২১

ধান কাটছেন ছা্ত্রলীগনেতা-কর্মীরা

নওগাঁর মহাদেবপুরে কৃষকের ধান কাটা ও মাড়াইয়ের দায়িত্ব নিলেন উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ ঘোষনা দেন এলাকার কৃষকদের পাকা বোরো ধান কাটা ও মাড়াই করে ঘরে তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সদর ইউনিয়নের খোশালপুর গ্রামের কৃষক আফজাল হোসেনের দেড় বিঘা জমির বোরো ধান কাটা ও মাড়াই করে দেন তারা।

শ্রমিক সংকটে থাকা প্রান্তিক চাষীদের প্রয়োজনে ছাত্রলীগ পাশে রয়েছে বলে জানান উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ।

এ সময় উপজেলা উপ সহকারী কৃষি অফিসার মকিম উদ্দিন, মামুনুর রশীদ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক পার্থ সারথী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিঠু, জাহাঙ্গীরপুর সরকারি ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top