রাজশাহী মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


পাবনার

সুজানগরে অজ্ঞাত কিশোরীকে ধর্ষণের পর হত্যা


প্রকাশিত:
১৬ মে ২০২০ ০৩:৪৭

আপডেট:
২৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৯

ছবি: প্রতীকী

পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের একটি জলাশয় থেকে অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

দুর্বৃত্তরা ওই কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ ওই জলাশয়ে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। সুজানগর থানার ওসি বদরুদ্দৌজা বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা জলাশয় সংলগ্ন ব্রীজের নীচে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি বদরুদ্দৌজা আরও জানান, মেয়েটির বয়স আনুমানিক ১৪/১৫ বছর।

তাকে ২/৩ দিন আগে ধর্ষণের পর হত্যা অথবা অন্য কোথাও ধর্ষণ শেষে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ কিশোরীর পরিচয় উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

 

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top