রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


পাবনায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, আটক ১


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২০ ০৯:৪৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪৬

ছবি: আটককৃত করিম

পাবনার আটঘরিয়া উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষনের অভিযোগে আব্দুল করিম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে পরীক্ষার জন্য ভর্তি হয়েছে।

আটককৃত করিম একই উপজেলার গোকুলনগর গ্রামের মনজিল হোসেনের ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে গোকুলনগর গ্রামের ওই প্রতিবন্ধী কিশোরী (১৫) কে ধর্ষণ করে করিম ও তার সহযোগী বেলাল।

এ নিয়ে এলাকায় শালিস বৈঠকে বিচার না পেয়ে রোববার সকালে আটঘরিয়া থানায় কিশোরীর মা বাদি হয়ে দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত করিমকে গ্রেফতার করে । তার সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top