স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের গলা কেটে হত্যা
পাবনার আটঘরিয়ায় আলহাজ আলী (৩৬) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার জুমাইখিরি পূর্বপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওই যুবকের বড় ভাইয়ের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার জেরে আলহাজ আলীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত আলহাজ আলী আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি পূর্বপাড়া গ্রামের মৃত নাগর আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক বলেন, আজ শুক্রবার সকাল ৭টার দিকে প্রতিবেশী মিনা খাতুন আলহাজের বাড়িতে ফ্রিজে রাখা মাছ আনতে যায়। সেখানে আলহাজকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্ত্রীর পরকীয়ার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আজ শুক্রবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে আলহাজ আলীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সুরাইয়া খাতুন (২৮) ও ওই গ্রামের ইসমাইল হোসেনকে (২৩) আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরপি/এসআর-১৫
বিষয়: লাশ উদ্ধার
আপনার মূল্যবান মতামত দিন: