পাবনায় ৬ মণ গাঁজা সহ জিপ গাড়ি আটক

পাবনায় প্রায় ছয় মণ (২৩৫ কেজি) গাঁজা ও একটি জিপ গাড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী পূর্বফুলমতি গ্রামের মৃত তোফাজ্জাল হোসেনের ছেলে মো. মাহাফুজার রহমান (৩৯) ও মো. হায়দার আলীর ছেলে মো. জুয়েল রানা (২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে ভোরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় একটি জিপ গাড়িতে তল্লাশি চালিয়ে ২৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জিপ গাড়িটিও জব্দ করা হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, আটক দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত বিভিন্ন জেলায় গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ বিষয়ে পাবনা সদর থানায় মামলা করা হয়েছে।
আরপি/ এএস
আপনার মূল্যবান মতামত দিন: