রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


দুর্ঘটনায় রূপপুর প্রকল্পের শ্রমিকের মৃত্যু


প্রকাশিত:
১৮ জুন ২০২২ ০০:৪৫

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৮:০৩

প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) আনোয়ার হোসেন (৩১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুন) রাত ১১টার দিকে প্রকল্পে কাজ করার সময় বুকের ওপর ডিবি বক্স‌ পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

নিহত শ্রমিক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহির চর ইউনিয়নের মসলেমপুর গ্রামের মৃত খান্নু সরদারের সন্তান। তিনি প্রকল্পের রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠানের স্কিম কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। আনোয়ার হোসেনের ১০ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় প্রকল্পের ভেতরে কাজ করছিলেন আনোয়ার। এসময় অসাবধানতাবশত তার বুকের উপর একটি ডিবি বক্স পড়ে। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top