রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


ল্যাবএইডের ময়লার ঝুড়িতে মিললো দুই লাখ টাকা


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২১ ০৫:৫৪

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০৯:৪৮

ফাইল ছবি

পাবনা ল্যাবএইড হাসপাতালে ময়লা ফেলা ঝুড়ির মধ্যে দুই লাখ টাকা পাওয়া গেছে। সোমবার সকালে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা। হাসপাতালের ক্লিনার হালিমা এবং দুলালী ম্যানেজার মেহেদী হাসানের রুমে ময়লার ঝুড়ি পরিষ্কার করতে গিয়ে তার ভেতর আনুমানিক ২ লাখ টাকা দেখতে পায়। আবর্জনা রাখার ঝুড়ির মধ্যে এত টাকা দেখে তারা হতভম্ব হয়ে পড়ে। ঘটনাটি হাসপাতালের অন্যান্য লোকজনকে জানালে সেখানে এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়।

নির্ভরযোগ্য একটি সুত্র জানায়, হাসপাতালে অডিট চলছিল। অডিটের লোকজনের কাছে চুরি করা টাকা নিয়ে যাতে ধরা পড়তে না হয় সেজন্য ম্যানেজার মেহেদী হাসান ময়লা-আবর্জনার ঝুড়ির ভেতর টাকাগুলো লুকিয়ে রেখেছিলেন।

সুত্রটি আরও জানায়, হাসপাতালের ম্যানেজার মেহেদী হাসান রিপোর্ট ডেলিভারি স্টাফ ও আইটি যোগসাজস করে দীর্ঘদিন যাবত রোগী এবং মালিকপক্ষকে ঠকিয়ে ব্যাপকভাবে অর্থ লুটপাটের ঘটনা ঘটিয়ে আসছিলেন। অডিটের লোকজনের কাছে ধরা পড়ার ভয়ে ম্যানেজার মেহেদী হাসান লুটপাটের এই অর্থ তার রুমে ময়লার ঝুড়িতে লুকিয়ে রেখেছিলেন বলে হাসপাতালের লোকজনের ধারনা।

 

 

 

আরপি/এসআর-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top