পাবনায় ডেকে নিয়ে যুবককে হত্যা

পাবনার বেড়া উপজেলার ঢালারচরে চরমপন্থী সর্বহারা দলের একজনকে হত্যা করা হয়েছে। জানা যায়, দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে একজনকে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা।
নিহত আতিয়ার সরদার (২৮) বেড়া উপজেলার ঢালার চরের ছাইথুপি গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে। মঙ্গলবার রাতে কয়েকজন লোক তাকে ডেকে বাজারের পিছনে নিয়ে গিয়ে গুলি করে বলে জানা যায়।
পুলিশের দাবি, নিহত আতিয়ার চরমপন্থি সংগঠন সর্বহারা দলের সক্রিয় সদস্য ছিলেন। দুই মাস আগে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে ব্যবসা করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে পাবনার বেড়া উপজেলার আমিনপুর ও রাজবাড়ির পাংশা থানায় একাধিক মামলা রয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার রাতে ঢালার চরের কাকসিমুল খানকাশরীফ বাজারে একটি দোকানে বসেছিলেন আতিয়ার সরদার। এ সময় কয়েকজন লোক তাকে ডেকে বাজারের পিছনে নিয়ে গিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করে। হত্যার পর যাবার সময় হামলাকারীরা সর্বহারা দলের শ্লোগান দিয়ে নদী পথে রাজবাড়িরর দিকে চলে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ এবং ছয়টি রাইফেল ও একটি শটগানের গুলির খোসা উদ্ধার করে।
পুলিশ আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: