ফয়সাল আহমেদের কবিতা: ফটকা উকিল
 
                                ফটকা উকিল
কিহে বাপু আছে নাকি
মামলা দু-চার খানা?
চোর,ডাকাতের হরেক মামলা
সাকসেস ষোল আনা।
দেখতে আমি নাদুস-নুদুস
কি আসে যায় তাতে?
মাথায় ঠাসা মালের গাদি
আওরাই দিন-রাতে।
নামটা আমার ফটকা উকিল
মামলা চালাই খাসা,
সন্ত্রাসীদের নির্দোষ করি
খেলি আইনের পাশা।
ধরা খাওয়ার ভয় নেই বাপু
মনিব বিশাল নেতা,
তার পাওয়ারেই বাঁধাহীন মোর
সকল মামলা জেতা।
নাক নাই মোর, কান নাই মোর
নাই মান-অপমান,
যে যাই বলুক গায়ে মাখি না
আমি যে মহান প্রাণ।
ভাবছেন আমি কেমন মানুষ
বোধহয় ভীষণ পাঁজি?
দেশের জন্য জীবনটা মোর
বিলিয়ে দিতেও রাজি।
কিন্তু যে ভাই মামলা খেলে
ফটকা উকিল ছাড়া,
চোর,খুনী আর ডাকাতেরা যে
নির্ঘাত যাবে মারা।
মরলে ওরা মনিব-প্রভুরা
হারাবে তাদের গদি,
এই কারণেই দেইনা জীবন
উপকারে আসি যদি?
দেশে যদি না থাকে খুনী
সন্ত্রাসী, চাঁদাবাজি,
কেমনে ছড়াবে দেশের নামটা
ভাবো একবার আজই।
দেশের স্বার্থে এইটুকু তো
করতেই পারি ত্যাগ,
এখন বাপু কথা কম বলে
টাকা আনো এক ব্যাগ।
খুন করেছ তাতে আর কি?
ফটকা উকিল আছে,
মনে রেখো মোরে ভরসা করে
কতশত খুনী বাঁচে।
লিখেছেন:
ফয়সাল আহমেদ
উদ্ভিদবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ।
আরপি/এমএইচ
বিষয়: ফয়সাল আহমেদ

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: