রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


১৫ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৩ ০৮:০১

আপডেট:
৬ মে ২০২৪ ২০:১৯

প্রতীকী ছবি

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৩০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের তারিখে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায়:
১৬৫৬- ইংল্যান্ড ও ফ্রান্স শান্তিচুক্তি স্বাক্ষর করে।
১৭৭৬- ব্রিটেন ম্যানহাটান দখল করে।
১৮১২- নেপোলিয়নের ফরাসিবাহিনী মস্কোর ক্রেমলিনে তাঁবু গাঁড়ে।
১৮১২- ফরাসি দখলদারি প্রতিহত করতে রুশরা মস্কোয় আগুন লাগিয়ে দেয়।
১৮২১- মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৮৩৫- ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি দিয়ে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়।
১৮৯৪- পিয়ং ইয়ংয়ের যুদ্ধে জাপানের কাছে চীন পরাস্ত হয়।
১৯১৭- আলেকজান্ডার কেরেনস্কি রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করেন।
১৯২৮- আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
১৯৩৫- জার্মানির স্বস্তিকাযুক্ত নতুন পতাকা চালু করে।
১৯৪৬- বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৫৯- নিকিতা ক্রশেভ প্রথম সোভিয়েত নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যান।
১৯৯১- দক্ষিণ-পূর্ব ইউরোপের মেসেডোনিয়া সাবেক যুগোশ্লাভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৯৬- ক্রিকেটে বাংলাদেশ আইসিসি ট্রফি জয় করে।

আরও পড়ুন: ৫ রঙের আইফোন ১৫ বাজারে

জন্ম:
১২৫৪- ইতালির ভেনিস অঞ্চলের বণিক ও বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো।
১৮৫৭- যুক্তরাষ্ট্রের ২৭তম প্রেসিডেন্ট ও ১০ম প্রধান বিচারপতি উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্ট।
১৮৭৬- জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৯৪৬- একাডেমি বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্য লেখক অলিভার স্টোন।

মৃত্যু:
৭০৬- সিরিয়ার সর্বশেষ সাহাবি হযরত উতবা (র.)।
১৯৮২- লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল।
২০০৬- বাংলাদেশি চিত্রশিল্পী ও উদ্যোক্তা নিতুন কুণ্ডু।
২০১৭- প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক দ্বিজেন শর্মা।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top