বৃহস্পতিবার পরীবাগে বইআড্ডা

আগামী বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৫টায় পরীবাগ সংস্কৃতি বিকাশকেন্দ্রে আবৃত্তিশিল্পী নাজমুল আহসান সম্পাদিত 'কবিতায় বঙ্গবন্ধু- জন্মশতবর্ষে আবৃত্তির ১০০ কবিতা' বই নিয়ে এক বইআড্ডার আয়োজন করা হয়েছে। শ্রাবণ বইগাড়ির তৃতীয় এই বইআড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। ঢাকা ইনিশিয়েটিভ এর সহযোগিতায় এবং শ্রাবণ বইগাড়ি আয়োজিত আড্ডায় বিশেষ অতিথি থাকবেন, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা রুহুল আহমেদ বাবু, আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী।
এদিন বইআড্ডা শেষে দেশের প্রায় ৫০ জন নবীন-প্রবীণ আবৃত্তিশিল্পীর কণ্ঠে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তির উৎসব অনুষ্ঠিত হবে।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: