রাজশাহী রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


মিয়ানমারে ইন্টারনেট সেবা বন্ধ


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০৭

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ১০:০৯

ছবি: সংগৃহীত

সামরিনক জান্তার বিরুদ্ধে টানা নবম দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে মিয়ানমারে। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাত থেকেই বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হতে থাকে। যদিও বিকেল থেকে রাস্তায় নামতে দেখা গেছে সামরিক যান। সন্ধ্যা নামার পর পর এই যানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

চলমান বিক্ষোভ দমনে রোববার রাত থেকে আবারো দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সামরিক জান্তা সরকার। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দিবাগত রাত ১টা থেকে সকাল ৯টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

এদিকে সামরিক যান রাস্তায় নামানো ও ইন্টারনেট সেবা বন্ধ করার পর দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। মার্কিন রাষ্ট্রদূত, কানাডা ও ১২টি ইউরোপিয়ান ইউনিয়নভূক্ত দেশগুলো এক যৌথ বিবৃতিতে বিক্ষোভকারীদের ওপর সহিংসতা প্রদর্শন না করতে সামরিক সরকারকে অনুরোধ করেছে।

এক বার্তায় তারা লিখেছে, ‘গণতন্ত্রের মুক্তি, শান্তি ও প্রগতির জন্য বিক্ষোভ করা মিয়ানমারের জনগনের পক্ষে রয়েছি আমরা। বিশ্ব দেখছে এখানে কি হচ্ছে।

 

আরপি/টিএস-০২

 

সূত্র: রাইজিং বিডি 



আপনার মূল্যবান মতামত দিন:

Top