রাজশাহী রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ০২:২৩

আপডেট:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ০৩:২৯

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তামিলনাড়ুতে আতশবাজির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৩৬ জনের বেশি। শুক্রবার প্রদেশের রাজধানী চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরের বিরুধুনগর এলাকায় বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ বলছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে বিরুধুনগরের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আতশবাজি তৈরির জন্য রাসায়নিকের মিশ্রন তৈরির সময় বিস্ফোরণ ঘটে। দেশটির সরকারি সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী বিস্ফোরণে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ এবং গুরুতর আহতদের এক লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।এছাড়া দেশটির কেন্দ্রীয় সরকার নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার করে রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি বলেছেন, তামিলনাড়ুর বিরুধুনগরে আতশবাজির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি দুঃখজনক। শোকের এই মুহূর্তে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।


আরপি / এমবি-৬

তিনি বলেছেন, আশা করছি— আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে কর্তৃপক্ষ কাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন:

Top