রাজশাহী রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যেতে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২১ ১৭:৫০

আপডেট:
১৮ জানুয়ারী ২০২১ ২১:১৯

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে সশস্ত্র বিক্ষোভ করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা।

রোববার রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র প্রতিবাদের ডাক দিয়েছিলেন ট্রাম্পের কট্টর সমর্থকরা। এ নিয়ে গোটা যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। টেক্সাস, ওরেগান, মিশিগান, ওহাইওসহ বিভিন্ন অঙ্গরাজ্যের আইন পরিষদগুলোর সামনে বিক্ষোভ হয়। আগামী বুধবার বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে রোববার দেশজুড়ে সশস্ত্র বিক্ষোভ হতে পারে বলে এফবিআই সতর্ক করেছিল।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২৫ হাজার ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করা হয়েছে। অসংখ্য চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কড়া নিরাপত্তার মধ্যেই স্থানীয় রোববার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন পর্যন্ত সমাবেশ করেছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। তারা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নগরীতে সশস্ত্র মহড়া দিয়েছে।

এদিকে টুইটার, ফেসবুকসহ প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত নীরব।

 

আরপি/টিএস-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top