রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


সিরিয়ায় মার্কিন হামলায় নিহত ১


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২১ ১৭:৪৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২০:০৩

ছবি: সংগৃহীত

সিরিয়ায় মার্কিন বাহিনীর ছোড়া গোলার আঘাতে পূর্বাঞ্চলীয় ডেইর ইজ-জুর প্রদেশে শিশু নিহত হয়েছে।


এতে তার মাও গুরুতর আহত হয়েছেন। মার্কিন বাহিনী প্রদেশটির আল-আজবা গ্রাম লক্ষ্য করে কামানের গোলা ছুড়লে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর সানার।

ডেইর ইজ-জুর প্রদেশের মার্কিন ঘাঁটি থেকে আল-আজবা গ্রাম লক্ষ্য করে গত শনিবার নির্বিচারে কামানের গোলা ছুড়তে থাকে।

এতে গ্রামটির বহু বাড়িঘর ধ্বংস হয় এবং অনেক বেসামরিক লোকজন আহত হন। সিরিয়ার আল-ওমর তেলকূপটির নিরাপত্তায় ওই মার্কিন বাহিনী নিয়োজিত আছে।

আইএস দমনের নাম করে দীর্ঘদিন ধরে সিরিয়ায় বেসামরিক লোকজনের ওপর এভাবে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী।

 

আরপি/টিএস-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top