করোনা: ক্যালিফোর্নিয়ায় রাত্রিকালীন কারফিউ জারি

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লাখ। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে স্থানীয় সময় শনিবার থেকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।
রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউয়ের নির্দেশনা বহাল থাকবে। এছাড়া রাজ্যের ৫৮টি কাউন্টির ৪১টিতে নাগরিকদের 'স্টে এট হোম' অর্ডার দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই রাজ্যটিতে ১০ লাখের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়। আগামী ২৬শে নভেম্বর থ্যাংকসগিভিং ডে'তে ভ্রমণ সীমিত করতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। ইউরোপেও দেশে দেশে বাড়ছে সংক্রমণ।
আরপি/এসআর
বিষয়: ক্যালিফোর্নিয়া রাত্রিকালীন কারফিউ
আপনার মূল্যবান মতামত দিন: