জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে এবারের জি-টোয়েন্টি সম্মেলন অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। এতে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সৌদি আরবের আয়োজনে শনি ও রবিবার সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম কোনো আরব দেশ জি-টোয়েন্টি সম্মেলনের আয়োজন করছে।
যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বরের নির্বাচনের পর রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এখনও তার হার স্বীকার করেননি। নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে তিনি ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের জয় মেনে নিচ্ছেন না। এমন পরিস্থিতিতে সম্মেলনে অংশগ্রহণ করবেন ট্রাম্প।
হোয়াইট হাউজ প্রকাশিত ট্রাম্পের সূচি অনুসারে, সম্মেলনে শনি ও রবিবার অংশগ্রহণ করবেন ট্রাম্প। তবে কোন সময় অনুষ্ঠানে তিনি যুক্ত হবেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি।
বিশ্বের ১৯টি বৃহৎ অর্থনীতি ও ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণে জি-টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে সভাপতিত্ব করছেন সৌদি আরবের বাদশাহ সালমান।
ভোটের দিনের পর ডোনাল্ড ট্রাম্প খুব বেশি প্রকাশ্যে হাজির হননি। সর্বশেষ ওষুধের দাম কমানোর একটি উদ্যোগ ঘোষণা করেছেন তিনি।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: