রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


রোহিঙ্গা ইস্যুতে এখনই বাইডেনের সঙ্গে যোগাযোগ গুরুত্বপূর্ণ


প্রকাশিত:
৯ নভেম্বর ২০২০ ১৮:১৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৫

সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মাদ শহীদুল হক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন ২০ জানুয়ারি। এই দুই মাসেরও বেশি সময় ধরে তিনি মন্ত্রিসভা গঠন, অভ্যন্তরীণ সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেবেন এবং পররাষ্ট্র নীতি কী হবে, সে বিষয়ে তার উপদেষ্টাদের সঙ্গে কাজ করবেন। এই সময় বাংলাদেশের উচিত হবে নতুন কূটনীতি গ্রহণ করা। যাতে করে বাইডেনের নতুন পররাষ্ট্র নীতিতে রোহিঙ্গা ইস্যুটি স্থান করে নিতে পারে বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মাদ শহীদুল হক।

তিনি বলেন, ‘বাইডেনের ক্ষমতা গ্রহণের পরে তাদের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি দেরি হয়ে যাবে। কারণ ততক্ষণে তাদের নীতি গ্রহণ করা হয়ে যাবে। সেজন্য এখন নীতি ঠিক করা হবে এবং এ মুহূর্তে যোগাযোগ করে বিষয়টি পুরোপুরি তুলে ধরে তাদের সহায়তা চাইতে হবে।’

২০১৬ সালের আগে ডেমোক্র্যাট সরকারের আমলে যারা বিভিন্ন পদে ছিলেন তাদের একটি বড় অংশ বাইডেনের টিমে থাকবেন এবং তাদের বেশির ভাগের সঙ্গে বাংলাদেশের কূটনীতিক, রাজনীতিবিদ ও আমলাদের সঙ্গে পরিচয় আছে এবং এখনই সেটি ব্যবহার করা দরকার বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, ‘২০১৭ সালের আগে আমার পররাষ্ট্র সচিব থাকাকালীন স্টেট ডিপার্টমেন্টসহ অন্যান্য অনেক জায়গায় রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনা ও দর কষাকষি করেছি এবং এই বিষয়টি তাদের অজানা নয়।’

ওইসব মার্কিন ব্যক্তিকে খুঁজে বের করে যোগাযোগ করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমি জানি বাইডেনের উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা বাংলাদেশ ও মিয়ানমারে কাজ করেছেন এবং তারা সবাই রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল।’

বাইডেন তার ভূরাজনৈতিক প্রেক্ষাপট কী হবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই বাংলাদেশের উচিত হবে তার সঙ্গে এ বিষয়ে পূর্ণ যোগাযোগ করা বলে মনে করেন শহীদুল হক।

তিনি বলেন, ‘একটা জিনিস মাথায় রাখতে হবে, এই অঞ্চলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বোঝাপড়া সেটির সবচেয়ে বড় জায়গা হচ্ছে মিয়ানমার। অর্থাৎ দুই বৃহৎ শক্তির প্লে গ্রাউন্ড হচ্ছে মিয়ানমার।’

তিনি আরও বলেন, ‘এখন যুক্তরাষ্ট্র ও ভারত মিলে মিয়ানমারে ক্ষমতা বদল করতে চাইবে নাকি মিয়ানমার সরকার যা করেছে সেটি মেনে নিয়ে ছেড়ে দেবে, সেটি দেখার বিষয় হবে।’

 

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top