কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। দেশটির উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তাকে আটক করা হয়। ভারতীয় পুলিশের বিধিমালা লঙ্ঘন করায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।
বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লি থেকে উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ সেখানে যেতে বাধা দিলে দলীয় নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কংগ্রেসের নেতাকর্মীদের লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয়।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি।
বিস্তারিত আসছে...
আরপি/আআ
বিষয়: কংগ্রেস রাহুল গান্ধী আটক
আপনার মূল্যবান মতামত দিন: