রাজশাহী রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


ভারতে একদিনেই করোনা কেড়ে নিল ১১১৪ প্রাণ


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:০০

আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ১৩:৪৬

ছবি: সংগৃহিত

কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেছেন ৭৮ হাজার ৫৮৬ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার সকালে এ খবর প্রকাশ করেছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ৩৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে দ্বিতীয় সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড হলো ভারতে।

এ নিয়ে ভারতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫৬। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ২ হাজার ৫৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৩৯৯ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এর পরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা, আসাম ও গুজরাট।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন ২৯ হাজার ১১৫ জন। এর পর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৩০৭ জন, কর্নাটকে ৭ হাজার ১৬১ জন, অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৮৪৬ জন এবং দিল্লিতে ৪ হাজার ৭১৫ জন।

করোনাভাইরাস মহামারীতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

 

 আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top