রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


চীনে মার্কিন দূতাবাস বন্ধ


প্রকাশিত:
২৪ জুলাই ২০২০ ২১:১৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৫

ফাইল ছবি

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে চীনা দূতাবাস বন্ধের ঘোষণা দেয়া হয়। এবার এর বদলা হিসেবে চীনও মার্কিন দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে। শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এমনটাই জানিয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, চীনের পশ্চিমাঞ্চলীয় শহর চেঙডুস্থ মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস বন্ধের অযৌক্তিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় চেংডুতে মার্কিন দূতাবাস বন্ধের পদক্ষেপ বৈধ ও দরকারি।

এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) গোয়েন্দা তথ্য চুরির অভিযোগ তুলে ৭২ ঘণ্টার মধ্যে টেক্সাসের হাউজটনস্থ চীনা দূতবাস বন্ধের নির্দেশ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরপরই দুই দেশের মধ্যে চলমান টানাপোড়েন নাটকীয় মোড় নেয়।

 

আরপি/আআ-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top