৩১ পাকিস্তানি ঢাকা ছাড়লেন

মহামারি করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া ৩১ পাকিস্তানি নাগরিক ঢাকা থেকে দেশে ফিরে গেছেন। শুক্রবার (১৭ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার এক বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন।
ঢাকার পাকিস্তান হাইকমিশন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে ৩১ জন পাকিস্তানি নাগরিক দেশে ফিরে গেছেন। এসব নাগরিক দীর্ঘদিন বাংলাদেশে আটকে ছিলেন।
এসব নাগরিক ফিরে যাওয়ার সময় বিমানবন্দরে ঢাকার পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরপি/আআ-০৯
আপনার মূল্যবান মতামত দিন: