রাজশাহী বুধবার, ১লা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


ইয়েমেনে সেনাবাহিনী অভিযানে ২৪ হুদি বিদ্রোহী নিহত


প্রকাশিত:
১৫ জুলাই ২০২০ ২২:৫৭

আপডেট:
১ মে ২০২৪ ০৭:৫০

ফাইল ছবি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে আল-হুদায়দাহ প্রদেশে সেনাবাহিনীর অভিযানে ২৪ হুতি বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টার ওই অভিযানে এসব হুতি বিদ্রোহী প্রাণ হারিয়েছে।

হুতিরা সানা ও কিলোসহ আল-হুদায়দাহ প্রদেশের ১৬টি এলাকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রাখায় ওই সামরিক অভিযান চালানো হয় বলে দেশটির সরকারি বাহিনী জানিয়েছে। সেনাবাহিনীর আল-আমালিকা ব্রিগেডের মুখপাত্র মাহেম আল-মেহজেমি গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু হুতি বিদ্রোহী আহত হয়েছে।

এ ব্যাপারে এখন পর্যন্ত হুতিদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। ২০১৪ সাল থেকেই দেশটিতে সৌদি আরবের মদদে গৃহযুদ্ধ শুরু হয়। তখন থেকেই হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে।


২০১৫ সাল থেকে সৌদি জোট হুতিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। এতে হাজার হাজার বেসামরিক লোক মারা যায়।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top