জাপানে বন্যা ও ভূমিধস, ২০ জনের মৃত্যু

জাপানের দক্ষিণ-পশ্চিমে মৌসুমী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু। ১৪ জন এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজদের খুঁজে বের করতে চেষ্টা করছে উদ্ধারকর্মীরা।
দক্ষিণাঞ্চলীয় কিয়ুশু দ্বীপের কুমামোতো অঞ্চলে বন্যা অনেক ঘরবাড়ি ধ্বংস করেছে এবং গাড়ি ভেসে নিয়ে গেছে। অনেক ব্রিজও ধ্বংস করেছে এই বন্যা। তাতে বিভিন্ন শহর ও সম্প্রদায় একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের মধ্যে বন্যা পরিস্থিতির অবনতি ভাবিয়ে তুলেছে সরকারকে। ওই এলাকার প্রায় দুই লাখ মানুষকে জরুরিভিত্তিতে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। করোনার কারণে সবাইকে হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আরপি / এমবি-২
আপনার মূল্যবান মতামত দিন: