রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


সৌদি আরব

পশ্চিমা ধাঁচের পোশাক পরে সৌদির শপিং মলে এক নারী


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১১

আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৩

পশ্চিমা ধাঁচের পোশাক পরে সৌদির রাস্তায় এক নারী

পরনে বোরকা নেই। মাথায় নেই সৌদি আবায়াও। রিয়াদের একটি শপিং মলে পশ্চিমা ধাঁচের খোলামেলা পোশাক পরে চুল উড়িয়ে চলছেন রক্ষণশীল সৌদি আরবের এক দুঃসাহসী নারী।

ইসলামী শাসন ব্যবস্থার এ দেশটিতে এমন পোশাক নিষিদ্ধ হলেও কয়েক মাস ধরে এভাবেই স্বাধীন চলাফেরা করছেন ৩৩ বছর বয়সী মাশায়েল আল-জালুদ।

পেশায় তিনি মানবসম্পদ বিশেষজ্ঞ। হাইহিলে শরীরী ভঙ্গিমায় ফুটে বেরুচ্ছে লাবণ্য। তরুণীর চালচলনে কোনো সংকোচ নেই।

পবিত্র দেশ সৌদি আরবে নয়া বিপ্লব আনতে চাইছেন জালুদ। তার দেখাদেখি জিন্স ও গেঞ্জি গায়ে দিয়ে সৌদির রাস্তায় নেমেছেন ২৫ বছরের আরেক তরুণী মানাহেল আল-ওতাইবি।
গত বছর ‘আবায়া’ পরার আইনে শিথিলতার ইঙ্গিত দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যদিও সেটি এখনও রাজকীয় আইনে পরিণত হয়নি।

খবর এএফপি‘র।

 

আরপি/এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top