রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


এক বছর পরও নড়াচড়া করে মৃতদেহ!


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৭

আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৮

সাধারণত ধারণা করা হয় মৃত্যুর পরপর বা কয়েক ঘণ্টা পরই মানবদেহের সব ক্রিয়া বন্ধ হয়ে যায়। কিন্তু অস্ট্রেলিয়ান এক বিজ্ঞানী বলছেন, মৃত্যুর এক বছর পরও নড়াচড়া করে মানবদেহ! সম্প্রতি ‘ফরেনসিক সায়েন্স ইন্টারন্যাশনাল : সিনার্জি’ জার্নালে এ সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশিত হয়।


বিজ্ঞানী এলিসন উইলসন শুক্রবার এএফপিকে বলেন, টানা ১৭ মাস ধরে তিনি মৃতদেহের ক্রিয়া নিয়ে গবেষণা ও ছবি তোলেন। তিনি দেখেছেন, মৃতদেহ আসলে শান্ত থাকে না। কোনো ক্ষেত্রে এমনও হয়েছে, মৃত্যুর সময় এক ব্যক্তির হাত শরীরের সঙ্গে লেপ্টে ছিল। ধীরে ধীরে তা ছড়াতে থাকে। কিছুদিন পর হাতটি শরীর থেকে বেশ দূরে প্রসারিত অবস্থায় দেখা যায়।

অস্ট্রেলিয়ার দক্ষিণ হ্যাম্পশায়ারের একটি ‘বডি ফার্মে’ গবেষণা চালান এলিসন। এজন্য তিনি প্রতি মাসে অন্তত একবার কেয়ার্নস থেকে সিডনি যেতেন। মূলত মৃত্যুর সঠিক সময় নির্ণয়ে গবেষণা চালান এলিসন। যা পুলিশি তদন্তের ক্ষেত্রে কাজে লাগবে। ক্রিমিনোলজিতে স্নাতক এলিসন বলছেন, নতুন এ গবেষণা গোয়েন্দা ও প্যাথলজিস্টদেরও কাজে আসবে।



আপনার মূল্যবান মতামত দিন:

Top