অক্সফোর্ড থেকে গ্রাজুয়েট হলেন মালালা

পাকিস্তানের নোবেল বিজয়ী ও নারী শিক্ষা কর্মী মালালা ইউসুফজাই অক্সফোর্ড থেকে তার দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেছেন।
মালালা পরিবারের সাথে তার দিনটি উদযাপন করেছেন। তিনি তার ইনস্টাগ্রামে আনন্দের ছবিগুলো সকলের সাথে শেয়ার করেছেন।
ইন্সটাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন, 'আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমার দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে ডিগ্রি শেষ করেছি। এই আনন্দ ও কৃতজ্ঞতা সকলের সাথে প্রকাশ করা কঠিন।'
তিনি আরো লিখেছেন, আমি জানি না, এরপর আমার ভবিষ্যতে কী আছে! তবে আপাতত আমি নেটফ্লিক্স দেখে, বই পড়ে ও ঘুমিয়ে সময় কাটাতে চাই।
মালালা তার ইনস্টাগ্রাম স্টরিতে ছবি দিয়ে বলেন, বর্তমানে বেকার ও কয়েকদিন ঘুমিয়ে কাটাব। স্টরিতে সকলের কাছে ভালো নেটফ্লিক্স শো দেখার সাজেশনও চেয়েছেন তিনি।
সূত্র : দ্যা নিউজ
আরপি/এমএএইচ-১০
আপনার মূল্যবান মতামত দিন: