রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


তুরস্কের অভিযোগের জবাব জানালো ইরান


প্রকাশিত:
১৫ জুন ২০২০ ০৫:৪৩

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২৩:৫৬

ফাইল ছবি

তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে সদস্যদের উপস্থিতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। তুরস্কের এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি বলে অভিযোগ করেছে দেশটি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, ইরান-তুরস্ক সীমান্তে দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে চমৎকার বোঝাপড়া রয়েছে এবং এই সীমান্ত দিয়ে তুর্কিবিরোধী কোনো গোষ্ঠীর সদস্যদের ইরানে প্রবেশের সুযোগ নেই।

সম্প্রতি তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু দাবি করেছিলেন, পিকেকে’র কিছু সদস্য ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। তার এ দাবির জবাবে আইআরজিসি’র কমান্ডার এসব কথা বলেন। খবর পার্সটুডের।

জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেন, তুর্কি কর্মকর্তারা কেন এ ধরনের অভিযোগ উত্থাপন করেছেন তা উপলব্ধি করা তেহরানের জন্য কঠিন বিষয় নয়।

তিনি বলেন, সম্প্রতি তুরস্কের অভ্যন্তরে কিছু সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যে অভিযান চালানো হয়েছে তার প্রেক্ষাপটে নিজেদের ভাবমর্যাদা রক্ষা করার জন্য তারা এ ধরনের অভিযোগ উত্থাপন করতে বাধ্য হয়েছেন।

 

আরপি/এমএএইচ-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top