রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


পুলিশি নৃশংসতা বন্ধে জর্জ ফ্লয়েডের ভাইয়ের আহ্বান


প্রকাশিত:
১১ জুন ২০২০ ১৭:২৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২১:১৭

ছবি: সংগৃহীত

পুলিশের নৃশংসতা ও নির্যাতন বন্ধ করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশি হত্যাকাণ্ডের শিকার হওয়া আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিস ফ্লয়েড।

মার্কিন প্রতিনিধি পরিষদে সাক্ষ্য দিতে এসে তিনি বলেন, তার ভাই জর্জ যেন নিহত কৃষ্ণাঙ্গদের তালিকায় আরেকটি নাম না হয়। এই দেশ ও বিশ্বের জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব হয়ে ওঠা প্রয়োজন।

গত মে মাসে মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডের ঘাড় এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা হাঁটু দিয়ে ৯ মিনিট চেপে রাখলে শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এই ঘটনার শেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়েছে।

এ ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে বরখাস্ত ও তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এ পরিস্থিতিতে পুলিশের বর্বরতা, অসদাচরণ রুখে দেওয়া, ঘাড়ে চাপপ্রয়োগ নিষিদ্ধ করাসহ নাগরিক অধিকার ভঙ্গের ক্ষেত্রে জবাবদিহিতা ও বিচারের পথ সুগম গত সোমবার মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটরা পুলিশে আমূল সংস্কার আইনের প্রস্তাব পেশ করে।

এর দুদিনের মাথায়ই বিষয়টি নিয়ে শুনানিতে নাগরিক অধিকার কর্মী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সাক্ষ্য শুনতে শুরু করেছে হাউসের বিচারবিভাগীয় কমিটি।

আগামী ৪ জুলাইয়ে প্রস্তাবিত বিলটি হাউসে পাঠাতে চায় কমিটি।

সূত্র: বিবিসি

 

আরপি/এমএএইচ-০৩

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top