রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


অন্তঃসত্ত্বা হাতি হত্যার অভিযোগে একজন গ্রেফতার


প্রকাশিত:
৫ জুন ২০২০ ২১:১৩

আপডেট:
৫ জুন ২০২০ ২১:১৫

ভারতের কেরালায় এক অন্তঃসত্ত্বা হাতি বারুদ ভর্তি আনারস খাইয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন এই হত্যাকাণ্ডে তিনজনকে সন্দেহের তালিকায় রাখার কথা জানানোর একদিন পরই গ্রেফতার করা হলো একজনকে।

বনমন্ত্রী কে রাজু শুক্রবার একজনকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে। বাকি সন্দেহভাজনদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে জানালেন পালাক্কার জেলা পুলিশের প্রধান জি শিবা বিক্রম, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাবার বাগানে কাজ করেন। অন্যদের খোঁজ চলছে।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তি শুধু আনারসের মধ্যে বারুদই ভরেননি, তা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছেন অন্যদের।

গত মাসে একটি বুনো হাতি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। তাকে তাড়াতে বারুদ ভর্তি আনারস দেওয়া হয়। হাতিটি তা খেলে বারুদের বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয় মুখ। যন্ত্রণা নিয়ে লম্বা পথ পাড়ি দিয়ে একটি নদীতে মুখ ডুবিয়ে তিনদিন দাঁড়িয়ে থাকার পর ২৭ মে মারা যায়। ওই ঘটনা তোলপাড় করেছিল সামাজিক মাধ্যম।

আরপি/ এআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top