রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


করোনায় জাতিসংঘের ২ শান্তিরক্ষী সদস্যের মৃত্যু


প্রকাশিত:
৩০ মে ২০২০ ১৭:৫৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:৫৮

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এমনটা বলা হয়েছে। 

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে চাই যে গতকাল ও আজ করোনাভাইরাসে আমাদের দুই সামরিক সহকর্মীর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, মারা যাওয়া এ দুই শান্তিরক্ষীর একজন কম্বোডিয়া, আরেকজন এল সালভাদোর থেকে এসেছিলেন। তারা দুজনেই এমআইএসইউএসএমএ’র সদস্য।

বিশ্বজুড়ে ১৫টি বিভিন্ন শান্তিরক্ষী মিশনে একলাখের মতো সেনা মোতায়েন করা আছে। তাদের মধ্যে প্রথমবারের মতো দুজন করোনায় মারা গেলেন।

জাতিসংঘ জানিয়েছে, শান্তিরক্ষী বাহিনীতে কাজ করা সেনা, পুলিশ কর্মকর্তা, বেসামরিক লোকজনসহ এখন পর্যন্ত ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৩ জন সুস্থ হয়েছেন। আর দুজনের মৃত্যু হল। আর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এমআইএসইউএসএমএ মিশন। এতে ৯০ জন আক্রান্ত হয়ে ৪৩ জন সুস্থ হয়েছেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top