রাজশাহী রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


লকডাউনের পর শপিংমল খুলেই আঁতকে উঠলেন মালিক!


প্রকাশিত:
১৬ মে ২০২০ ০৬:২৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৪:২২

ছবি: সংগৃহীত

করোনার থাবা গ্রাস করেছে গোটা বিশ্বকে। প্রায় সারা পৃথিবী জুড়েই এখন চলছে লকডাউন। আর এর ফলে বন্ধ দোকানপাট, কল কারখানা, শপিং মল-সবকিছুই। ফলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মলগুলোর অবস্থা শোচনীয়।

একদিকে ব্যবসা লাটে উঠছে। অন্যদিকে নষ্ট হয়ে যাচ্ছে মলের ভিতরে থাকা জিনিসপত্রও ।যেমন দেখা গেল মালয়েশিয়ার একটি মলে । ৫০ দিন পর যখন শপিং মলটি খুলল তখন তার ভিতরের অবস্থা দেখে চমকে ওঠার মতো। চামড়ার সামগ্রী বিক্রি হত এই শপিং মেল ।

কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার ফলে জলীয়বাষ্প জমে ছাতা পড়ে গিয়েছে সমস্ত নতুন সামগ্রীর উপরেই ।এদিকে, মহামারী করোনাভাইরাস থেকে বাঁচতে চলমান আদেশ মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) পঞ্চমবারের মতো বাড়িয়ে ৯ জুন পর্যন্ত ঘোষণা করেছে মালয়েশিয়া।

দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা কোভিড-১৯ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণ আদেশ (লকডাউন) বাড়িয়েছি। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।

আমরা পবিত্র রমজান মাসে আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি, যেন কোভিড-১৯ থেকে মুক্তি পাই। আমি জানি এটি আমাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু সবার সুস্বাস্থ্যর জন্য এমসিও বাড়াতে হচ্ছে।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top