রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


করোনাভাইরাস চীনের ল্যাবেই তৈরি: ভারত


প্রকাশিত:
১৪ মে ২০২০ ১৭:৫৫

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১২:৫১

ছবি:ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়কড়ি

মহামারী নভেল করোনাভাইরাস প্রাকৃতিক নয়, এটি তৈরি হয়েছে চীনের ল্যাবে- যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার সেই দাবির সাথে এবার ভারতও একমত পোষণ করেছে।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়কড়ি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা দাবি করেন। তিনি বলেছেন, ‘আমাদের করোনার সঙ্গে বাঁচতে থাকা শিখতে হবে। কারণ এটা কোনও প্রাকৃতিক ভাইরাস নয়। এটা কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এখন বিশ্বের অনেক দেশই এর প্রতিষেধকের জন্য গবেষণা করছে। প্রতিষেধকটি এখনও আসেনি, আশা করা হচ্ছে যত দ্রুত সম্ভব এটি পাওয়া যাবে। তখন আর কোনও সমস্যা থাকবে না।’
ভারতের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান বিষয়ক এ মন্ত্রী বলেন, দেশজুড়ে লকডাউনের কারণে আটকে পড়া অভিবাসী শ্রমিকরা ভয়ের কারণে শহর ছেড়ে যাচ্ছেন। তিনি আশা করেন, শিগগিরই সব ব্যাবসাপ্রতিষ্ঠান ফের খুলে দেয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, ভারতে এ পর্যন্ত ৭৮ হাজারেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ২ হাজার ৫৫১ জন। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউনের ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: এনডিটিভি

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top