রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


এখন কি হাসপাতালে ভালো আছেন মনমোহন সিং?


প্রকাশিত:
১২ মে ২০২০ ১৮:৩২

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০২:৩৭

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

দু'দিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। চারদিকে করোনা আতঙ্কের মধ্যে তার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে এই প্রাক্তন প্রধানমন্ত্রী এখন ভালো আছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

গত রোববার রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে ভর্তি করা হয় মনমোহন সিংকে।

এইমসয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জ্বর থাকায় তার করোনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যায় তীব্র জ্বর ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৭ বছর বয়সী মনমোহন। হাসপাতালের কার্ডিও-থোরাসিক ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

সোমবার সারাদিন তার আর জ্বর আসেনি। নতুন করে আর কোনো সমস্যা দেখা না দিলে তাকে আগামী কয়েক দিনের মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

কংগ্রেস নেতা মনমোহন সিং বর্তমানে রাজস্থান থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০০৯ সালে এইমস হাসপাতালেই তার করোনারি বাইপাস সার্জারি সফল হয়।

 

 আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top