রাজশাহী রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


সৌদিতে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত


প্রকাশিত:
১২ মে ২০২০ ১৫:৪৮

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ১৭:৪৪

সৌদি আরবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছে। একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৯৬৬ জন, মোট আক্রান্তের সংখ্যা ৪১০১৪ জন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ১১ মে সুস্থ হয়েছেন ১২৮০ জন, মোট সুস্থের সংখ্যা ১২৭৩৭ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। মোট মৃতের সংখ্যা ২৫৫ জন।

করোনাভাইরাস আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে দেশটির রাজধানী রিয়াদে সর্বোচ্চ শনাক্ত হয়েছে; ৫২০ জন, মক্কা মুকাররমায় ৩৪৩ জন, মদিনা মুনাওয়ারায় ২৫৭ জন, জেদ্দায় ২৩৬ জন, আল হুফুফে ১৩৭ জন, দাম্মামে ৯৫ জন, তাইফে ৭১ জন, খোবারে ৬০ জন, জোবাইলে ৪৯ জন, হাদ্দায় ৩৪ জন।

এছাড়া দিরাহে ২৫ জন কাতিফে ২৩ জন, মাজরাদায় ১৫ জন, বুরাইদায় ১৫ জন, তাবুকে ১০ জন, হাইলে ১০ জন, ইয়ানবুতে ৯ জন, দাহরানে ৮ জন, বাকিকে ৭ জন, খামিস মুশাইতে ৫ জন, সাফওয়াতে ৫ জন, নায়িরাতে ৩ জনসহ দেশটির আরও কিছু অঞ্চলে ২-১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার ধরা পড়ে কোভিড-১৯ নামের এ ভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ২১৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন। ৪১ লাখ ২২ হাজারেরও বেশি মানুষ। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮৩ হাজার ১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৪লাখ ২০ হাজারেরও বেশি মানুষ।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top