রাজশাহী রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


সীমান্তে উত্তেজনা, সিকিমে ভারত ও চীন সেনাদের মধ্যে হাতাহাতি


প্রকাশিত:
১১ মে ২০২০ ০২:২৮

আপডেট:
১১ মে ২০২০ ০৩:৩৬

সংগৃহীত

করোনা আবহে এবার উত্তেজনা ছড়ালো ভারত-চীন সীমান্ত। উত্তর সিকিম সীমান্তে হাতাহাতি পর্যায়ে পৌঁছল দু’দেশের সেনাবাহিনী। শনিবার নাকু লা সেক্টরে সংঘর্ষে জড়িয়ে পড়েন ভারত ও চীনের সেনারা।

উল্লেখ্য এই এলাকায় সড়ক পরিবহন নেই। হেলিকপ্টারে করে এর যোগাযোগ ব্যবস্থা চালু রাখে ভারতীয় সেনা।শনিবার নাকু লা সেক্টরে আচমকাই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দু'দেশের সেনারা। জি নিউজের সূত্র জানাচ্ছে, দু’দেশই সীমান্ত বরাবর পেট্রোলিং চালাচ্ছিল।

সেই সময় বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা রীতিমতো হাতাহাতিতে পৌঁছায়। দু’পক্ষেরই কয়েকজন সেনা আহত হয়েছেন। পরে অবশ্যই গোটা ঘটনার মীমাংসা হলেও উত্তেজনা বিরাজ করছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, নাকু লা সেক্টরে সাধারণত কোনও সংঘর্ষের ঘটনা ঘটে না। মুগুথাং এলাকার কাছে অবস্থিত এই সেক্টর মোটামুটিভাবে শান্তিপূর্ণ। তবে আচমকাই এই সংঘর্ষে জড়িয়ে পড়েন দু’দেশের সেনারা।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top