রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


জিম্বাবুয়ের

সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:১৪

আপডেট:
৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫৬

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে

জিম্বাবুয়ের স্বাধীনতা পরবর্তী প্রথম প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ৯৫ বছর বয়সে মারা গেছেন। ১৯২৪ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন রোডেশিয়ায় জন্মগ্রহণ করেন রবার্ট মুগাবে। তার পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন অসুস্থ থাকার পর তিনি মারা গেছেন।

এপ্রিল থেকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

তিন দশক ক্ষমতায় থাকার পর ২০১৭ সালের নভেম্বরে সেনা অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যূত হন তিনি।

জিম্বাবুয়ের স্বাধীনতার পর হওয়া প্রথম নির্বাচনে ১৯৮০ সালে জয় লাভ করে প্রধানমন্ত্রী হন তিনি। ১৯৮৭ সালে প্রধানমন্ত্রীর দপ্তর বিলুপ্ত ঘোষণা করে দেশের প্রেসিডেন্ট হন।

রোডেশিয়ার সরকারের সমালোচনা করায় ১৯৬৪ সালে কারাবরণ করেছিলেন।

১৯৭৩ সালে কারাগারে থাকাকালীন জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

 

আরপি/ এমএইচ

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top